• ‌মালদায় ঢোকার মুখে ভারত–বিহার সীমান্তে ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ, কীভাবে'‌...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মালদায় ঢোকার মুখে ভারত–বিহার সীমান্তে ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ। প্রসঙ্গত, বিহার হয়ে বুধবার ফের মালদায় ঢুকেছে ‘‌ভারত জোড়ো ন্যায় যাত্রা’‌। যাত্রাপথে মালদায় ঢোকার মুখে ঢিল ছুড়ে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এছাড়া রাহুলের সঙ্গে ছিলেন কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ। এই বিষয়ে অধীরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‌বুঝে নিন, কারা ভাঙতে পারে?‌’‌ এদিন হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মধ্যে পড়েন রাহুল। সেখানেই তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন, তার পিছনের কাচ ভেঙে যায়। কেউ ইট মেরে কাচ ভাঙতে পারেন বলে অভিযোগ কংগ্রেসের। এদিকে, ভালুকার সেচদপ্তরের বাংলোয় রাহুলদের মধ্যাহ্নভোজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। তৃণমূলের তরফে এই বিষয়ে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানের জন্য প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন অতিথিশালায় রয়েছেন। এই কারণে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য কোথাও অতিথিশালা, স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না। বুধবার মালদায় ন্যায় যাত্রা করবেন রাহুল। 
  • Link to this news (আজকাল)