ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) প্রধান হেমন্ত সোরেনকে বুধবার রাতে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক জমির মালিকানা সংক্রান্ত মামলায় ইডি সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পরে হেমন্তকে গ্রেফতার করল। এর আগেই অবশ্য তিনি ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর অনুগত এবং রাজ্যের পরিবহণমন্ত্রী চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এমনটাই জানিয়েছে ক্ষমতাসীন জোট।