IND vs ENG: কোহলির মাকে জড়িয়ে ভয়ানক গুজব, হুলুস্থূল হতেই মুখ খুললেন ভাই বিকাশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের প্রথম দুটি টেস্টে অনুপস্থিত। এনিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে, ভারতীয় দলের স্তম্ভ বিরাট কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট সিরিজ এড়িয়ে গেলেন? বিরাট আলাদাভাবে মুখ না-খোলায়, এই জল্পনা বেড়েছে। তার ওপর আবার প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল। বিরাটের অনুপস্থিতির কারণ জানাতে পারেননি টিম ইন্ডিয়ায় তাঁর সতীর্থরাও। এমনকী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-ও বিরাটের অনুপস্থিতির কারণ স্রেফ ‘পারিবারিক’ বলেই জানে।