Imran Khan: ভয়ংকর অপরাধের অভিযোগ! কেন ১০ বছরের কারাদণ্ড দেওয়া হল ইমরান খানকে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ ফেব্রুয়ারি ২০২৪
Cipher Case:
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ইসলামাবাদে বার্তা পাঠিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত। সেই গোপনীয় বার্তাই সর্বসমক্ষে ফাঁস করায় দুই রাষ্ট্রনেতাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান অবশ্য দাবি করেছেন, নথিটি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০২২ সালে সংসদীয় ভোটে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ওই ষড়যন্ত্র করা হয়েছিল। এই বার্তা তারই প্রমাণ। একইসঙ্গে, গোপন বার্তা প্রকাশের অভিযোগও অস্বীকার করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান।