• স্কুলে আবর্জনার পাহাড়, রাস্তায় নেমে পড়ুয়াদের মিছিল
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: স্কুলের পাশেই ভাগাড়! নোংরা আবর্জনার পাহাড়। এই অভিযোগে মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষকারা। কোনও রাজনৈতিক দলের ব্যানারে নয়। মানুষকে সচেতন করার জন্য স্কুলের তরফে মিছিলের আয়োজন। এমনই সমস্যার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলছে ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং গার্লস এই তিন স্কুল। তিনটি স্কুল মিলিয়ে এক হাজারের বেশি পড়ুয়া নিত্য দূষণ যন্ত্রণার শিকার। বেহাল নিকাশির কারণে প্রায় সারা বছরই স্কুলের চারিদিকে জল জমে থাকে। স্কুল সংলগ্ন একটি বড় এবং দুটি ছোট খেলার মাঠ জলমগ্ন। ফলে দীর্ঘদিন আগেই মাঠ অস্তিত্ব হারিয়েছে। মশা, মাছি সাপের উপদ্রব তো আছেই। ব্যান্ডেলে রেল কোয়ার্টার এলাকা, ক্যান্টিন বাজার, স্টেশন রোড, নলডাঙা, আমবাগান এলাকা জুড়ে পদযাত্রা হয়। সব পড়ুয়াদের হাতে প্লাকার্ড, আর তাতে লেখা স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দাও, দূষণ মুক্ত বিদ্যালয় চাই। বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ডঃ বাবলু জানা বলেন, মিছিলের উদ্দেশ হল স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ নোংরা আবর্জনায় একেবারে জঘন্য, অস্বাস্থ্যকর হয়ে রয়েছে। এই পরিবেশের মধ্যে পঠন পাঠন চালানো অসম্ভব হয়ে উঠেছে। তিনি পড়ুয়াদের স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার কথা বলেন। বিদ্যামন্দির স্কু্লের একাদশ শ্রেনীর ছাত্রী রূপসা দাস বলেন, স্কুলের আশেপাশ সুন্দর থাকুক। স্কুলের পাশে কেউ যেন আবর্জনা না ফেলে। 
  • Link to this news (আজকাল)