• ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ, সরগরম রাজ্য রাজনীতি
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার বিহার থেকে "ভারত জোড়ো ন্যায় যাত্রা" চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে ফের একবার তীব্র হল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। বহরমপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী যদিও জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর কাঁচ পশ্চিমবঙ্গে ভাঙা হয়নি। এই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বিহারের কাটিহার-কিষাণগঞ্জ এলাকাতে। তবে রাহুলের গাড়ির পিছনের কাঁচ ভাঙার জন্য কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের দিকেই ইঙ্গিত করা হয়েছেপ্রসঙ্গত উল্লেখ্য "ভারত জোড়ো ন্যায় যাত্রা"র দ্বিতীয় পর্যায়ে বুধবার বিহার থেকে মালদায় প্রবেশ করে রাহুল গান্ধীর যাত্রা। মালদা পৌঁছানোর পরই দেখা যায় অধীর চৌধুরী, রাহুল গান্ধী যে গাড়িতে করে এসেছেন সেই গাড়ির পেছনের কাঁচ ভাঙা রয়েছেঅধীর চৌধুরী বলেন," যারা ভাঙার, তাঁরাই এই কাঁচ ভেঙেছে।" তিনি বলেন," রাহুলজীর দুপুরের খাওয়ার জন্য আমরা ভালুকাতে সেচ দপ্তরের বাংলো কিছুক্ষণের জন্য চেয়েছিলাম। কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই অনুমতি মেলেনি ।তাই পথের ধারেই তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করতে হয়েছে।" 
  • Link to this news (আজকাল)