• মুর্শিদাবাদ জেলার জন্য ১১০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার বহরমপুর স্টেডিয়ামে মুর্শিদাবাদ জেলার প্রায় দেড় লক্ষ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি, ১১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। সভা থেকে এদিন মমতা বলেন, ‘সরকার কেন্দ্র সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধের টাকা দিচ্ছে না, ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। এর প্রতিবাদে আমি ৩ ফেব্রুয়ারি কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসব। আপনারাও আমার সঙ্গে যোগ দিন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক বোর্ড করেছে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে। নাম না থাকলে বিজেপি সবাইকে ভাগিয়ে দেবে। এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প চালু করতে চাইছে ওরা’। সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে একত্রে রাম-বাম-শ্যাম বলে আক্রমণ করেন তিনি। মুর্শিদাবাদে গঙ্গা নদীর ভাঙন কবলিত ফারাক্কা এবং সামশেরগঞ্জ ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে প্রায় ৫৭ কোটি টাকা খরচ করে কাজ শুরু হয়েছে জানান মুখ্যমন্ত্রী। দশ বছরের পরিকল্পনা নিয়ে একটি বিশেষ প্রকল্প তৈরির করার জন্য আজ জেলাশাসককে নির্দেশ দেন। তিনি সাধারণ মানুষের কাছে ভাঙন কবলিত এলাকা থেকে দূরে বাড়ি তৈরির জন্য আবেদন রাখেন। প্রয়োজন হলে ভাঙন কবলিত এলাকার মানুষদের সরকারি জমির পাট্টা দেওয়া হবে বলে আশ্বাস দেন। সভা শেষে বহরমপুর স্টেডিয়াম থেকে ব্যারাক স্কোয়ার ফিল্ড পর্যন্ত পায়ে হেঁটে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)