• কর্মজীবনের শেষ ১৪ দিন বইমেলায়
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • রিয়া পাত্রশান্তনু কোয়ার। ১৯৮৯-এ যোগ দেন পুলিশের চাকরিতে। দার্জিলিং থেকে হাওড়া, তিন দশকের বেশি সময় ধরে রাজ্যের নানা জেলায় কাজ করেছেন।  বিধাননগর উত্তরের এসিপি পদে রয়েছেন চাকরি জীবনের শেষ সময়ে। সেই পদ থেকেই তিনি অবসর গ্রহণ করলেন ৩১ জানুয়ারি। কর্ম জীবনে তিনি পেয়েছেন রাজ্য সরকারের দুটি মেডেল। ২০১৮ সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। বাড়ি মালদায়, কর্মজীবনের শুরু কালিম্পং থেকে। বর্তমানে থাকেন শোভাবাজারে। চাকরির শেষ ১৪ দিন কাটালেন বইমেলা চত্বরে।বইমেলার শেষ দিনই তাঁর চাকরি জীবনের শেষ দিন। কর্মজীবনের শেষ দিনে দাঁড়িয়ে তিনি বলছেন,   "আমাদের চাকরি অন্য চাকরির থেকে কিছুটা আলাদা। বইমেলায় না থাকলে অন্য কোথাও কাজ থাকতই। কিন্তু বইমেলায় থাকায় এই কদিনে অনেক বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হল। অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেল। শেষ দিনেও এই পোশাক পরে মনে হচ্ছে, মানুষ আমার সঙ্গে রয়েছে।" শেষ লাইনে বললেন, "কাল থেকে তো এই পোশাক আর পরতে পারব না।" একটু কি গলা ধরে এল ভারিক্কি মেজাজের পুলিশ কর্তার? বইমেলার ভিড়ে ঠিক ঠাওর করা গেল না। পাশে তাকিয়ে দেখা গেল, তিনিও ততক্ষণে ফের ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজে।
  • Link to this news (আজকাল)