• বইমেলা থেকে সোজা বার্লিন
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • রিয়া পাত্রবইমেলা চলছে। দেখতে দেখতে পেরিয়েও গেল কয়েকটা দিন। এবারের বইমেলায় নাম পেয়েছে বইয়ের স্টলের মাঝের গলিপথ। তেমনই আপনি বইমেলা থেকে নিমেষেই পৌঁছে যেতে পারেন বার্লিন সহ জার্মানের যেকোনও শহরে, সেই ব্যবস্থাও রয়েছে। কীভাবে? এবার একদশক পেরিয়ে বইমেলায় রয়েছে জার্মানি প্যাভিলিয়ন। ২০১১ এর পর, নানা কারণে টানা ১২ বছর বইমেলায় আসেনি তারা। জার্মানি প্যাভিলিয়নের উদ্দেশ্য থাকে জার্মান ভাষা, সংস্কৃতি সহ নানা বিষয়ে আগত বাঙালি পাঠককে সঠিক তথ্য দেওয়া। জার্মান ভাষা কীভাবে শেখ যাবে থেকে কীভাবে পড়বেন জার্মানি, সেখানে গিয়ে থাকবেন কীভাবে সেসব সম্পর্কে তথ্য দিচ্ছে এই প্যাভিলিয়ন। গত কয়েকদিনে জার্মানির একাধিক লেখক উপস্থিত হয়েছেন সেখানে। তবে এবার যে নতুন বিষয় হয়েছে এই স্টলে, তা হল ভিআর, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে তারা উপস্থিত এবং ইচ্ছুকদের নিমেষে পৌঁছে দিচ্ছে জার্মানির যে কোনও শহরে। হেড সেট পরিয়ে দিলে, সামনে চোখ রাখলেই আপনি দেখতে পারেন, আপনি দাঁড়িয়ে রয়েছেন জার্মানির যে কোনও শহরে, রাস্তায়, নদীর ধারে। ৩৬০ ডিগ্রি ভিউ দিয়ে ঘাড় ঘোরালে আপনি দেখবেন চারপাশে সেখানকার মানুষজনকে। কেউ ফিরছেন অফিস থেকে, কেউ কেনাকাটা করছেন বাজারে। তারপরে আবার বইমেলা।
  • Link to this news (আজকাল)