টিপু সুলতানের ছবিতে জুতোর মালা! টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, পথ অবরোধ...
২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিপু সুলতানের ছবিতে জুতোর মালা! খুব স্বাভাবিক ভাবেই তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় মুসলিম সম্প্রদায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। সেখানে ক্ষিপ্ত মুসলিম সম্প্রদায় পথ অবরোধে সামিল হন। প্রতিবাদ জানান টায়ার জ্বালিয়ে। যদিও পরে টিপুর ছবি থেকে সেই জুতোর মালাটি সরিয়ে ফেলা হয়। ঘটনাস্থলে পুলিস আসে। তারা কথা দেয়, দ্রুত এর তদন্ত করা হবে এবং অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে ধরাও হবে। তারপরই শান্ত হন ক্ষিপ্ত প্রতিবাদীরা। অবরোধ তুলেও নেওয়া হয়।
তবে, টিপুকে ঘিরে কর্ণাটকে এর আগেও একাধিক বার প্রতিবাদের ঘটনা ঘটেছে। এর আগে মাইসুরু এয়ারপোর্টের নাম টিপু সুলতানের নামাঙ্কিত করার দাবিতেও সেখানে বিক্ষোভের ঘটনা চলেছিল। তা নিয়ে বিজেপির বিধায়কদের তরফে এর সমালোচনাও করা হয়েছিল। বহু বছর ধরে কর্ণাটকে আঠারো শতকের শাসক টিপু কংগ্রেস ও বিজেপির ভেতরে বিরোধের মূল প্রশ্ন হয়ে থেকেছে। টিপুকে ঘিরে কর্ণাটকে অশান্তি প্রথম শুরু হয়েছিল ২০১৬ সালে। কংগ্রেস টিপু সুলতানের জন্ম জয়ন্তী উদযাপন করলে তা নিয়ে বাদ-প্রতিবাদ তৈরি হয়। বিজেপি এর তীব্র প্রতিবাদ করে। শুধু তাই নয়, ২০১৯ সালে তারা ক্ষমতায় এলে তা টিপুর জন্মজয়ন্তী উদযাপন পরিত্যক্তও হয়।