• পাঁচ ফুট লম্বা, তিন ফুট চওড়া! এই লিটিল ম্যাগাজিনের কাছে সব লিলিপুট
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • কমলাক্ষ ভট্টাচার্য: এই লিটিল ম্যাগাজিনের কাছে সব বই লিলিপুট। পাঁচ ফুট লম্বা। তিন ফুট চওড়া। মানুষ নয়। একটি লিটিল ম্যাগাজিন। প্রচ্ছদ জুড়ে ছোট পত্রিকার বিশাল মানুষ সন্দীপ দত্ত। লিটিল ম্যাগাজিন কি চিরকালের অবহেলার? বইমেলার একটা কোণে পড়ে থাকে। নাকি এখন অবস্থা পাল্টাচ্ছে? লিটিল ম্যাগাজিন সারাজীবন ভালবেসে আজ তিনি নেই। বইমেলার শেষদিনে তাঁকে স্মরণ করা হল অভিনবভাবে।

    আমাদের মধ্যে এখন কতজন বই পড়ে। কিন্ত একটা বই লেখা, প্রকাশন করা, তাকে বিক্রি করার পেছনে প্রচুর শ্রম থাকে। গতবছর পুজোয় Little Magazine এর যে থিম এবং Little Magazine এর উপর সন্দীপ দত্তের যে অবদান সেটাই তুলে ধরা হল কোলকাতা আন্তরজাতিক বইমেলার মুক্তমঞ্চে। উদ্যোক্তা অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস বলেন, "বড় পত্রিকা করা পুজোর থিমের মতই। সন্দীপ দত্ত লিটিল ম্যাগাজিনের জন্য কত বড় কাজ করেছেন সেটার একটা প্রতীক মাত্র।"
  • Link to this news (২৪ ঘন্টা)