• ‌মানুষের প্রকৃত আয় ৫০ শতাংশ বেড়েছে, দাবি নির্মলার
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের মূল মন্ত্র ‘‌সর্বস্তরে বিকাশ ও সামাজিক ন্যায়’‌। বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী বলেছেন, সব রাজ্যকে সঙ্গে নিয়ে আমরা এগোতে চাই। পাশাপাশি পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আর দু’কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে। এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা দাবি করেছেন, মানুষ আগের তুলনায় বেশি রোজগার করছেন। প্রকৃত আয় ৫০ শতাংশ বেড়েছে। মানুষ আগের তুলনায় ভাল রয়েছেন। তাঁর কথায়, গত ১০ বছরে ভারতীয় অর্থনীতির বিপুল পরিবর্তন হয়েছে। কোভিডের সময় ভারত গোটা বিশ্বকে পথ দেখাতে পেরেছে বলে দাবি করেছেন নির্মলা। নির্মলা জানান, এক বাজার এক কর ব্যবস্থায় অর্থনীতি এগোচ্ছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আগের তুলনায় কমছে। 
  • Link to this news (আজকাল)