• ‌অর্থ মন্ত্রকে এলেন নির্মলা, এগারোটায় পেশ হবে অন্তর্বর্তী বাজেট ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই লোকসভা ভোট। তাই বৃহস্পতিবার পেশ হবে অন্তর্বর্তী বাজেট। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, নতুন সরকার আসার পরেই পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথনে বাজেট ফোটোসেশন হবে। নর্থ ব্লকে অর্থ মন্ত্রকে পৌঁছে গেছেন অর্থ প্রতিমন্ত্রী ডঃ ভগবত কিসানরাও করাদ।প্রসঙ্গত, টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ছয় বার বাজেট পেশ করেছিলেন। সেটা ১৯৫৯ থেকে ১৯৬৪। তার মধ্যে শেষবার অন্তর্বর্তী বাজেট। শোনা যাচ্ছে লোকসভা ভোটকে পাখির চোখ করে তাতে মহিলা, তরুণ, গরিব, কৃষকদের জন্য কিছু না কিছু ‘উপহার’ থাকবে। মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য আয়করে কিছুটা সুরাহাও থাকতে পারে। এদিন সকাল এগারোটায় বাজেট পেশ করবেন নির্মলা। সেখানে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে আয়কর ছাড়ের সীমা বাড়ানো হতে পারে। পাশাপাশি আদিবাসী ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে তাঁদের জন্যও বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)