• বাজেট অধিবেশনের প্রথম দিনে নতুন প্রথা
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি:  বীরেন ভট্টাচার্য,দিল্লি:  বাজেট অধিবেশনে একটি নতুন প্রথা চালু করল মোদি সরকার। এদিন যখন রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে প্রবেশ করছিলেন সেই সময় তাঁকে নিয়ে আসছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তাঁদের আগে দেশের সংস্কৃতিক ঐতিহ্যের বার্তা দিতে সেঙ্গল হাতে নিয়ে আসছিলেন এক আধিকারিক।রাষ্ট্রপতির প্রবেশের সময় আগে সেঙ্গল হাতে নিয়ে আসছিলেন প্রবীণ মার্শাল রাজীব শর্মা। সুসজ্জিত সাদা পোশাক, স্কার্ফ এবং পাগড়ি পরেছিলেন তিনি। স্পিকার ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং লোকসভা ও রাজ্যসভার মহাসচিব উৎপল কুমার সিং ও পিসি মুডি ছিলেন সেঙ্গল শোভাযাত্রায়। রাষ্ট্রপতি যখন সভাকক্ষে প্রবেশ করেন, সেই সময় উভয়কক্ষের সাংসদরা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় জগন্নাথ স্লোগান দিতে থাকেন। ভাষণের সময় রাষ্ট্রপতির টেবিলের সামনে সেঙ্গল রেখে দেওয়া হয়। আবার প্রবেশের মতোই একই রীতি মেনে প্রস্থান হয় তাঁর।যৌথ সভাকক্ষের প্রথম সারিতে আসন ছিল রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাণিজ্যমন্ত্রী তথা রাজ্যসভার নেতা পীযুষ গোয়েল, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, অর্থমন্ত্রী নির্মনলা সীতারামনের। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, নারায়ণ রানে, অর্জুন মুণ্ডা, বীরেন্দ্র কুমার এবং ধর্মেন্দ্র প্রধান ছিলেন প্রথম সারিতে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং মনমোহন সিং এর জন্য বরাদ্দ করা আসন ফাঁকা ছিল। দেবগৌড়া বসেছিলেন একবারে পিছনের সারিতে। অন্যদিকে সভায় গরহাজির ছিলেন মনমোহন সিং।
  • Link to this news (আজকাল)