• আগামী বছর জানুয়ারিতেই বইমেলা
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • রিয়া পাত্রএক বছরের প্রতীক্ষা, লম্বা প্রস্তুতির পর বইমেলা আসে।  বুধবার রাতে, সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে সমাপ্তি অনুষ্ঠানে এই প্রতীক্ষার কথাই শোনা গেল উপস্থিত অতিথিদের মুখে। প্রতিবারের মত গিল্ডের অফিসের সামনেই তৈরি হয়েছিল সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বইমেলার সমাপ্তি। মঞ্চে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, সাহিত্যিক অমর মিত্র, নলিনী বেরা, জয়ন্ত দে, সৈকত মুখোপাধ্যায়সহ একাধিক বিশিষ্টজন। সকলের গলাতেই মেলা শেষের মনখারাপ। সুষ্ঠুভাবে বইমেলা সম্পন্ন হওয়ার জন্য সকলেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে ধন্যবাদ জানিয়েছেন। সকলেই বললেন, দুর্গাপুজোর মতোই, বুধবার রাত থেকে শুরু হবে আরও এক বছরের প্রতীক্ষা। সাহিত্যিকরা বললেন, এই বইমেলা উপহার দিল একঝাঁক নতুন লেখক। নতুন প্রজন্ম বই পড়ছে না রবের মাঝেও বইমেলা দেখিয়ে দিয়েছে নবীন প্রজন্মের পাঠকদের বইয়ের প্রতি টান। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এখনও দিন স্থির না হলেও, আগামী বছর জানুয়ারিতেই বইমেলা হবে। সঙ্গে জানান, আগামী বইমেলা আরও আকর্ষণীয় করার জন্য ভাবনাচিন্তা করছে গিল্ড। বইপ্রেমী মানুষদের কাছে গিল্ডের পক্ষ থেকে তিনি আবেদন করেন, বইমেলা আরও সুন্দর, পাঠক উপযোগী করে তোলার জন্য যেন মতামত জানান সকলে। বইমেলার শেষ দিনে ভিড় যেমন ছিল, তেমন প্রকাশক, উদ্যোক্তাদের মতোই মনখারাপের রেশ পাঠকদের মনেও। দূর দূরান্ত থেকে শেষ বেলাতেও এসে বই সংগ্রহ করলেন বহু মানুষ। শেষ লগ্নেও লম্বা লাইন স্টলগুলির সামনে।
  • Link to this news (আজকাল)