অসুস্থ জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীত শিল্পী কবীর সুমন। কলকাতা মেডিক্যাল কেলেজে চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অসুস্থ ‘গানওয়ালা’কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগের চেয়ে ভাল আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি যাব করছেন। কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া যাবে না। আবার যখন-তখন এমন হতে পারে। বলেছি দশদিনের আগে হবে না। সুস্থ হয়ে ফিরবেন।’