Mamata Banerjee: ED জেলে পুরলে কী করবেন মমতা? ভরা সভায় সপাটে উত্তর জননেত্রীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ ফেব্রুয়ারি ২০২৪
Mamata Banerjee:
সরাসরি সে প্রসঙ্গে না গিয়েও এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারিতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ED-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি (Land Scam) মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) গ্রেফতারির আশঙ্কা করছেন? সরাসরি তা না বললেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমাকেও যদি জেলে পুরে দেয়, জেল ফুটো হয়ে বেরিয়ে আসব।”
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)