কম খরচেই দ্রুত বিপুল আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন এই প্রৌঢ়!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ ফেব্রুয়ারি ২০২৪
Income from farming:
প্রথম দিকে খানিকচা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন এই নতুন ভাবনাকে। পরের পথটা বেশ সোজা হয়ে যায়। অল্প সময়েই রোজগারও (Income) বাড়তে শুরু করে। প্রথাগত ভাবনার বাইরে গিয়ে নতুন এই প্রয়াসে রীতিমতো সাফল্য পেয়েছেন এই ব্যক্তি। তাঁকে দেখে এলাকার অনেকেই প্রথাগত ভাবনার বাইরে গিয়ে নতুন ধরনের কাজের ব্যাপারে উৎসাহিত হচ্ছেন। কয়েকজন এই ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে কারবারেও নেমে পড়েছেন।