কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে সরকার ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে টিকাগ্রহণে উৎসাহ দেবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ‘আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প’-এর আওতায় আনা হবে।