• Hyderabad Test: রোহিতের জায়গায় বিরাট থাকলে, ভারত হারত না, টিম ইন্ডিয়ায় আগুন লাগানোর চেষ্টা ভনের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • Virat Kohli-Michael Vaughan:

    পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ভারতে খেলতে এসেছে ইংল্যান্ড। তার প্রথমটি ইতিমধ্যেই হায়দরাবাদে হয়ে গিয়েছে। আর, তাতে হেরেছে ভারত। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ভারত ২৮ রানে পরাজিত হয়েছে। এক দশকে টেস্ট ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার হারল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ২০১৪ থেকে হিসেব করলে টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে ঘরের মাঠে জয় বা পরাজয়ের অনুপাত ভারতেরই রেকর্ড সবচেয়ে ভালো। স্বভাবতই ভারতের পরাজয় বিশ্বক্রিকেটেও বিস্ময় জাগিয়েছে। এবার সেনিয়ে মুখ খুললেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তবে, ভারতের ভালোর চেয়েও টিম ইন্ডিয়ার সংসারে আগুন ধরানোই যেন তাঁর লক্ষ্য। ভনের উসকানিমূলক মন্তব্যের মধ্যে এমনটাই যেন স্পষ্ট হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)