• ‌‘আমার শেষ দিন হবে শনিবার’, স্বেচ্ছা‌মৃত্যুর আগে লিখলেন তরুণী ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন দুরারোগ্যে আক্রান্ত ২৮ বছর বয়সী এক ডাচ তরুণী। নাম লরেন হোভ। মায়ালজিক এনসেফালোমাইলাইটিস (এমই) এবং ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম (সিএফএস) নামে একটি রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ২৭ জানুয়ারি স্বেচ্ছামৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুবরণের দু’‌দিন আগে নিজের ব্লগে মৃত্যুর তারিখ ও সময় ঘোষণা করেন তিনি। আর মৃত্যুবরণের আগে এক্সে আবেগঘন বার্তা দেন। গত ২৪ জানুয়ারি নিজস্ব ব্লগ ‘ব্রেইন ফগে’ তিনি লেখেন, ‘‌আমার শেষ দিন হবে শনিবার। আগামী ২৭ জানুয়ারি মৃত্যুবরণ করতে যাচ্ছি। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে আমার মৃত্যু হবে। স্বেচ্ছায় মৃত্যুবরণের সিদ্ধান্ত নেওয়ার আগে দ্রুত সুস্থতার জন্য যারা আমাকে শুভ কামনা জানিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানাই।’‌ তিনি লেখেন, ‘‌আশা করি আমি একটি ভ্রমণে যাচ্ছি। মনে করি জন্মের আগে যা ছিলাম, সেই পরিস্থিতিতে ফিরে যাচ্ছি। যার কোনও অস্তিত্ব নেই, অনুভূতি নেই, কেবল চূড়ান্ত শান্তি।’‌ মৃত্যুর দিন ২৭ জানুয়ারি এক্সে একটি ছবি প্রকাশ করে লরেন হোভ লেখেন, ‘এটি আমার শেষ টুইট। ভালবাসা সহ সবকিছুর জন্য ধন্যবাদ। এখন বিশ্রাম নেব। প্রিয় মানুষদের সঙ্গে থাকব।’‌ প্রসঙ্গত, লরেন হোভ ২০২২ সালে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান। তার আবেদনে সাড়া দেয় ডাচ সরকার। কিন্তু করোনা অতিমারির জেরে তার স্বেচ্ছামৃত্যুর প্রক্রিয়া পিছিয়ে যায়। মা–বাবার উপস্থিতিতে ২৭ জানুয়ারি দুপুর ১টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন লরেন হোভ।
  • Link to this news (আজকাল)