• ‌বৃহস্পতিবার অমর একুশে বইমেলা উদ্বোধন, থাকবেন হাসিনা
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • জয়ন্ত আচার্য, ঢাকা:‌ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বাংলা অ্যাকাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন। বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন।’‌ পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার–২০২৩ বিজয়ীদের পুরস্কৃত করবেন। পাশাপাশি বাংলা অ্যাকাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খন্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো: বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’ বইমেলায় ৬৩৫টি প্রকাশনা সংস্থাকে জায়গা দেওয়া হয়েছে। রয়েছে ৯৩৭টি স্টল। থাকছে তিনটি প্যাভিলিয়ন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু–কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ করা হয়েছে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে তৈরি করা হয়েছে। রমনা কালী মন্দিরের পাশে সাধুসঙ্গ এলাকায় ‘শিশু চত্বর’ স্থাপন করা হয়েছে। বইমেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১টি বিভাগে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার–২০২৩ দেওয়া হবে। বিভাগগুলো হলো, কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গবেষণা, অনুবাদ, নাটক, শিশুসাহিত্য বিভাগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র, জীবনী এবং লোক কাহিনী। পুরস্কারপ্রাপ্তরা হলেন, শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (যৌথভাবে কথাসাহিত্যে), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক), তপঙ্কর চক্রবর্তী (শিশু সাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের উপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর উপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোক কাহিনী)। বইমেলাকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 
  • Link to this news (আজকাল)