• মেসি-রোনাল্ডো দ্বৈরথ থেকে বঞ্চিত ফুটবলপ্রেমীরা
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত লড়াই দেখার থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের ফুটবলপ্রেমী। মুখোমুখি হচ্ছেন না লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্লকবাস্টার ক্ল্যাশে নেই পর্তুগিজ তারকা। মেসি, রোনাল্ডো দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল বিশ্ব। কিন্তু তাতে জল ঢেলে দেন আল নাসেরের কোচ। লুই কাস্ত্রো জানান, রিয়াদ সিজন কাপের ম্যাচে খেলবেন না রোনাল্ডো। চোট সরিয়ে দশ দিন পর মাঠে ফিরেছেন সিআরসেভেন। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। কাস্ত্রো বলেন, "আমরা মেসি বনাম রোনাল্ডো দেখতে পাব না। রোনাল্ডোর রিকভারির চূড়ান্ত পর্ব চলছে। কয়েকদিনের মধ্যে দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দিতে পারবে। তাই রিয়াদ সিজন কাপের ম্যাচে ও নেই।" দীর্ঘদিন পর আবার মাঠে মেসি-রোনাল্ডোর চিরকালীন শত্রুতা দেখার জন্য তৈরি হচ্ছিল ফ্যানরা। কিন্তু আল নাসেরের কোচ যাবতীয় আশায় জল ঢেলে দিয়েছেন। হয়তো এটাই দুই মহাতারকার শেষ দ্বৈরথ হত। এই ফেব্রুয়ারিতেই ৩৯ বছরে পড়বেন পর্তুগিজ তারকা। জুলাইয়ে ৩৭ এ পা দেবেন মেসি। হয়তো মার্কিন মুলুকে এটাই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের শেষ বছর। তাই দুই বিশ্ব তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। যদিও অবসর নিয়ে কেউই কোনও ইঙ্গিত দেয়নি। 
  • Link to this news (আজকাল)