• ইস্টবেঙ্গলে মেসির সতীর্থ ভিক্টর ভাসকুয়েজ
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লাল হলুদে মেসির এককালীন সতীর্থ। ইস্টবেঙ্গলে সই করলেন ভিক্টর ভাসকুয়েজ‌। চলতি মরশুমের শেষ পর্যন্ত ৩৭ বছরের অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের। বার্সেলোনা ছাড়াও ক্লাব ব্রুগ, টরেন্টো এফসি এবং লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বার্সেলোনার ইউথ দল থেকে উঠে এসেছেন তিনি। মেসি, ফ্যাব্রেগাস, পিকের আইকনিক লা মাসিয়া ব্যাচের সদস্য ছিলেন ভিক্টর। ২০০৮ সালে তাঁকে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ দেন পেপ গুয়ার্দিওলা‌। ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সার জার্সিতে প্রথম গোল করেন। এরপর ক্লাব ব্রুগের হয়ে বেলজিয়ান কাপ এবং বেলজিয়ান প্রো লিগ জেতেন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে সাফল্য দিতে চান মেসির সতীর্থ। ভিক্টর বলেন, "ইস্টবেঙ্গলে‌ যোগ দিতে পেরে আমি খুশি। আমি কোচ কার্লেস এবং কোচ দিমাসের থেকে ক্লাবের ইতিহাসের এবং সমর্থকদের ভালবাসার কথা শুনেছি। ভারতীয় ফুটবলে এবং ইস্টবেঙ্গল ক্লাবে নিজের অবদান রাখতে চাই।" ভিক্টরের ভূয়সী প্রশংসা করেন কুয়াদ্রাত। জানান, মাঝমাঠে কার্যকরী ভূমিকা নেবেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা থাকায়, আইএসএলেও সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী। 
  • Link to this news (আজকাল)