• প্রকাশিত হল ‘পলিটিক্যাল হিস্ট্রি অফ অসম’
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রকাশ করলেন ‘পলিটিক্যাল হিস্ট্রি অফ অসম’-এর প্রথম খন্ড। এই বইটিতে অসমের ইতিহাস সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে। খ্যাতনামা ঐতিহাসিক ডা. রাজেন সইকিয়া এই বইটি লিখেছেন। লোকসেবা ভবনে এই অনুষ্ঠানটি হয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অসমের রাজনৈতিক ইতিহাস নিয়ে তথ্য রয়েছে এতে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে অসমের ভূমিকা নিয়ে সমস্ত তথ্য রয়েছে এই প্রথম খন্ডে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় তৈরিতে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলুইয়ের অবদানের উল্লেখ রয়েছে এই বইতে। এদিনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ পবিত্র মেঘারিয়া, অসমের শিক্ষা দপ্তরের পরামর্শদাতা ডা. ননী গোপাল মহান্ত, ডিজিপি জিপি সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন।
  • Link to this news (আজকাল)