• পশ্চিমবঙ্গে জোটের বিষয়ে এখনও কংগ্রেস আশাবাদী, রাহুলের যাত্রায় বামেদের অংশগ্রহণ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে "জোট"-এর সম্ভাবনা নস্যাৎ করে দিলেও কংগ্রেস নেতৃত্বে এখনও "ইন্ডিয়া" জোটে তৃণমূলকে পাওয়ার বিষয়ে হাল ছাড়তে নারাজ। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" চলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ না করে বলেন," "ইন্ডিয়া" জোট জাতীয় স্তরের নির্বাচনের জোট। এটি স্থানীয় কোনও নির্বাচনের জন্য জোট নয়।" তিনি বলেন," কেরালাতে বামেদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকলেও ইন্ডিয়া জোটে তাঁরা শরিক হয়েছে। স্থানীয় স্তরে ছোটখাটো কিছু ঘটনা ঘটবেই। তবে আমরা আশাবাদী মাঝের কোনও রাস্তা খুঁজে বার করা যাবে।" প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"তে অংশগ্রহণ করলেন বাম নেতৃত্ব। মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ সহ মুর্শিদাবাদ জেলার একাধিক শীর্ষ বাম নেতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জঙ্গিপুরে বাম নেতারা দীর্ঘক্ষণ রাহুল গান্ধীর সঙ্গে কথাও বলেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন," রাহুল গান্ধীকে তাঁর "ভারত জড়ো ন্যায় যাত্রা"তে অভিনন্দন জানাতে আমরা এখানে এসেছি। এখানে জোট নিয়ে কোনও কথা হয়নি।" 
  • Link to this news (আজকাল)