• প্রধান শিক্ষিকা ভাইঝির স্কুলে কম্পিউটার কিনে দিলেন প্রধান শিক্ষক কাকা...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: কাকা দিলেন কম্পিউটার। আর স্কুলের প্রধান শিক্ষিকা বোনকে বাবার স্মৃতিতে দিদিও দিলেন সিসি ক্যামেরা। ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বৃহস্পতিবার ছিল উৎসবের পরিবেশ। প্রথমত এদিন ছিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অন্যদিকে স্কুলে এই প্রথম এল কম্পিউটার। তাই স্কুলের কচিকাঁচাদের খুশি আর ধরে না। উৎসাহ দিতে স্কুলে উপস্থিত ছিলেন সাঁতারু সায়নী দাস।সীমা ব্যানার্জি, বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর কাকা সঞ্জিত ব্যানার্জি ছিলেন পূর্ব বর্ধমানের কালনা মহারাজা হাইস্কুলের প্রধান শিক্ষক। ভাইঝির স্কুলে ছাত্র-ছাত্রীরা যাতে কম্পিউটার শিখতে পারে তাই সম্প্রতি তিনি পঞ্চাশ হাজার টাকা দান করেন।সীমা ব্যানার্জির বাবা কানাইলাল ব্যানার্জি ছিলেন ইছাপুর গদাধর হাইস্কুলের অঙ্কের শিক্ষক। বাবার স্মৃতিতে বোনের স্কুলের নিরাপত্তায় সিসি ক্যামেরা দান করেন জয়তী চ্যাটার্জি। এদিন বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, তাঁর কাকা কম্পিউটার দিয়েছেন। বাচ্চারা যাতে কম্পিউটার শিখতে পারে তাই। দিদি স্কুলের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দিয়েছেন। এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৭২ জন পড়ুয়া আছে। 
  • Link to this news (আজকাল)