• মুর্শিদাবাদে এসে সুতির বিড়ি মহল্লাতে রাহুল গান্ধী
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে প্রবেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"। মুর্শিদাবাদ জেলায় শুরু থেকেই এই যাত্রায় মানুষের ঢল নামে। মালদা থেকে মুর্শিদাবাদের ফরাক্কাতে প্রবেশ করে রাহুল গান্ধীর এই যাত্রা। এরপর ন্যায় যাত্রা ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে সামশেরগঞ্জ-সুতি হয়ে রঘুনাথগঞ্জের দিকে এগিয়ে চলে।রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে জাতীয় সড়কের দু"ধারে অগণিত মানুষ জড়ো হয়েছিলেন। যাত্রা চলাকালীন হঠাৎই রাহুল গান্ধী মুর্শিদাবাদের সুতি-মধুপুর এলাকায় আকবর শেখ নামে এক বিড়ি শ্রমিকের বাড়িতে যান। সেই সময় বেশ কিছু মহিলা বাড়িতে বসে বিড়ি তৈরি করছিলেন। রাহুল গান্ধী নিজেই মহিলাদের সঙ্গে বিড়ি তৈরিতে হাত লাগান এবং বিড়ি শ্রমিকদের নানা সমস্যার কথা শোনেন। আকবর বলেন," রাহুল গান্ধীর মত একজন নেতা আমার বাড়িতে আসবেন এটা আমার স্বপ্নের অতীত।"প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন," যে সমস্ত ব্যক্তিরা এতদিন বলত মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের অস্তিত্ব নেই তাঁরা আজ দেখতে পাচ্ছে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জনপ্রিয়তা। এতদিন এই জেলার মানুষ গঙ্গা-পদ্মা নদীর ভাঙন দেখেছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তায় আগামী দিনে মুর্শিদাবাদে কত ভাঙন হবে তার ঠিক নেই। "
  • Link to this news (আজকাল)