• ভোর থেকে জেলায় জেলায় বৃষ্টি, ফেব্রুয়ারির শুরুতেই গায়েব শীত ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার ভোর থেকেই জেলায় জেলায় বৃষ্টি। ভিজল কলকাতাও। তবে মাঘে বাংলা থেকে শীত উধাও। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলায় ঠান্ডার আমেজ গায়েব। ফেব্রুয়ারির শুরু থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ আরও বাড়ল তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বাংলায়। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ইঙ্গিত রয়েছে। ফেব্রুয়ারিতে ফের কনকনে ঠান্ডার আমেজ ফেরার সম্ভাবনা নেই।
  • Link to this news (আজকাল)