• ফিরছে শীত, ফের নামবে পারদ; বৃষ্টি নিয়েও আবহাওয়ার বড় আপডেট
    আজ তক | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা থেকে উধাও কনকনে ঠান্ডা। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। বৃষ্টি হচ্ছে রাজ্যের অন্যত্র জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারও বৃষ্টি চলবে। এখনই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে বৃষ্টি থামলে তাপমাত্রা খানিকটা কমতে পারে। 

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। গতকালও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিক। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬৬ শতাংশ। 

    কোথায় বৃষ্টির পূর্বাভাস?

    বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিরপ সম্ভাবনা রয়েছে। শুক্রবারও চলবে বৃষ্টি। শুক্রবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আর কি ফিরবে শীত?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। তবে বৃষ্টি কমলে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

    কোথায় কত তাপমাত্রা? 

    বৃহস্পতিবার দার্জিলিঙে পারদ নেমেছে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৫.১ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৩.৩ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৫.৬ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
     
  • Link to this news (আজ তক)