• দু'মিনিট নীরবতা পালনও হবে না! সাইনবোর্ডে ধাক্কা খেয়ে মরল ৪ বেচারা ফ্লেমিংগো...
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভি মুম্বইয়ে ঘটল অতি দুঃখজনক ঘটনা। নেরুল পন্ডের একটি সাইনবোর্ডে সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেল চারটি ফ্লেমিংগো পাখি। প্রত্যক্ষদর্শীদের মতে, পাখিগুলি একটু নীচু দিয়েই উড়ছিল, এবং সেই সময়ে আলো কম থাকায় পাখিগুলি সাইনবোর্ড সম্ভবত দেখতে পায়নি।

    এক পশুপ্রেমী ধীরাজ গায়কোয়াড জানান, তাঁর কাছে সকালেই ফোন এসেছিল। তিনি তখন পুণের দিকে যাচ্ছিলেন। আমি আমার এক সহকর্মীকে ফ্লেমিংগোগুলিকে উদ্ধার করার জন্য যেতে অনুরোধ করি। তিনি যথাসময়ে অকুস্থলে পৌঁছে যান এবং অনেকগুলিকেই সুস্থ করে তোলেন। সুস্থ হয়ে ওঠা পাখিগুলি উড়ে চলে যায়। তবে বেশ কয়েকটি পাখি একটু বেশি আহত হয়। দুঃখজনক ভাবে তারা আর ডানা মেলে না। তারা মরে যায়। আমরা ওই জলাশয়ের পাশেই মৃত ফ্লেমিংগোগুলিকে সমাহিত করি।ন্যাটকানেক্ট ফাউন্ডেশনের বি এন কুমার, যিনি পরিযায়ী পাখিদের নিয়ে একটি ক্যাম্পেইনে যুক্ত, তিনি জানান, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে-র ঠিক আগে এ ধরনের একটা ঘটনা খুবই মর্মান্তিক। তিনিও ওই বিশালাকার সাইনবোর্ডটির সমালোচনা করেন। পাশাপাশি তিনি জলাভূমি ও বায়োডাইভার্সিটি রক্ষার প্রয়োজনীয়তার কথা ফের একবার মনে করিয়ে দেন।
  • Link to this news (২৪ ঘন্টা)