• ভোটমুখী বাজেটে কী কী সস্তা হল, আর দামি হল কী'
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের প্রাক্কালে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা তাঁর ষষ্ঠ বাজেট পেশ। এবার বাজেটে আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে কোন জিনিস সস্তা হল আর কী কী দামি হল, তা জানতে উদগ্রীব সবাই। তবে সেটা জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই ফাঁকে চলুন একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ বাজেটে কী কী সস্তা ও দামি হয়েছিল।২০২৩ বাজেটে সস্তা:

    টেলিভিশনের যন্ত্রাংশ, মোবাইল ফোন, ক্যামেরার লেন্স, ইথাইল অ্যালকোহল, কুঁচো চিংড়ির ঘরোয়া উৎপাদন, অ্যাসিড গ্রেড ফ্লুরোস্পার।

    ২০২৩ বাজেটে দামি:

    জামাকাপড়, তামা, সিগারেট, রূপোর সামগ্রী, কম্পাউন্ডেড রাবার, বৈদ্যুতিন কিচেন চিমনি, সোনা ও প্লাটিনামের গয়না।
  • Link to this news (২৪ ঘন্টা)