Gyanvapi Allahabad HC: পুজো শুরুর দিনই আইনি জটিলতা, বড় পদক্ষেপ জ্ঞানবাপী মসজিদ কমিটির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ ফেব্রুয়ারি ২০২৪
Allahabad Gyanvapi:
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদকে বলেছে যে, বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে হলে তাদের এলাহাবাদ হাইকোর্টে যেতে হবে। কমিটি এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তখনই হাইকোর্ট নির্দেশে একথা জানিয়েছে। এরপরই মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর আগে বারণসী জেলা আদালত হিন্দুপক্ষকে মসজিদে পুজো করার অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী, মসজিদের একাংশে বৃহস্পতিবার থেকে পুজোও শুরু করেছে হিন্দুপক্ষের লোকজন। এই ব্যাপারে মসজিদ কমিটির আইনজীবী বলেন, ‘জেলা আদালত মসজিদে পুজোর অনুমতি দিয়েছে। আমরা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছি।’