• Jharkhand Politics: ঝাড়খণ্ডে মহানাটক! বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ, ক্ষমতা দখলের পথে বিজেপি?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • Jharkhand Chief Minister:

    ঝাড়খণ্ডে রাজনৈতিক নাটক অব্যাহত। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এখনও জোটের বাছাই মুখ্যমন্ত্রী পদপ্রাথী চম্পাই সোরেনকে সরকার গঠনের জন্য বলেননি। মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করাননি। ফলে, ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস সরকার ফেলে দেওয়ার আশঙ্কা করছে শাসক জোট। এই আশঙ্কায় জোটের বিধায়কদের সুরক্ষিত রাখতে ৩৮ বিধায়ককে হায়দরাবাদে পাঠাচ্ছে জোট। শাসক দলের মাত্র পাঁচ জন বিধায়ক থেকে যাচ্ছেন ঝাড়খণ্ডে। এমনটাই প্রাথমিকভাবে চাউর করে দিয়েছে শাসক জোট।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)