• বাড়িতেই সাজা ভোগ করবেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। রায় ঘোষণার পরপরই গ্রেপ্তার হন বুশরা। পরে তাঁকে ইমরানের বাসভবন বানি গালায় স্থানান্তরিত করা হয়। খবর অনুসারে, পাকিস্তানের প্রাক্তন এই ফার্স্ট লেডি বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) দল তাঁকে হেফাজতে নেয়। এরপর ইসলামাবাদের প্রধান কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমরানের বাসভবন বানি গালাকে বুশরা বিবির সাব-জেল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন।প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটোরির প্রধান কমিশনার দোষী সাব্যস্ত হওয়া বুশরা বিবির বাসভবনকে (আবাসিক কম্পাউন্ড, খান হাউস বানিগালা, মোহরা নূর, ইসলামাবাদ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাব-জেল হিসাবে ঘোষণা করছেন।উল্লেখ্য, গত মঙ্গলবার পৃথক মামলায় ইমরানকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর গত আগস্টে আরেক মামলায় তিন বছর সাজা হয় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরানের।
  • Link to this news (আজকাল)