• ডার্বির প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, কুয়াদ্রাতে মজে সমর্থকরা...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দু"দিন ছুটি কাটিয়ে ডার্বির প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন লড়াইয়ে নেমে পড়লেন ক্লেইটন, হিজাজিরা। সুপার কাপ জয়ের পর ফুটবলারদের দু"দিন ছুটি দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত।‌ ভিন রাজ্যের ফুটবলারদের মধ্যে অনেকেই ভুবনেশ্বর থেকেই বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার বিকেলে দলের সঙ্গে যোগ দেন সবাই। প্রভসুখন গিল ছাড়া সকলেই প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। তবে চিন্তার কিছু নেই। শনিবার গোলের নীচে তিনিই থাকবেন। শুক্রবার প্রাক ডার্বি প্রস্তুতিতে প্রভসুখনের থাকার কথা। ট্রফি জেতার পর এদিন প্রথম প্র্যাকটিস। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকলেও লাল হলুদ ফুটবলাররা ছিল চনমনে। খোশমেজাজে পাওয়া যায় ক্লেইটন, মহেশদের। আগের বছর আইএসএল ডার্বির একদিন আগে কাক-পক্ষিও প্র্যাকটিসে ছিল না। কিন্তু একযুগ পরে ক্লাবে ট্রফি ঢোকায় মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে পরিবেশ। বৃহস্পতি বিকেলে যুবভারতীর একনম্বর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে সমর্থকদের দেখা মেলে। অনুশীলন শেষে কুয়াদ্রাতকে মালা পরিয়ে আরও একবার সুপার কাপ জয় সেলিব্রেট করে সমর্থকরা। চলে সেলফির পালাও। যা হাসিমুখে মেটান লাল হলুদ কোচ। তবে জানেন সুপার কাপের থেকে এবারের লড়াইটা অনেক বেশি কঠিন। তাই সাফল্যের রেশ ধরে রাখতে ডার্বি জয় তাঁর কাছে গুরুত্বপূর্ণ। 
  • Link to this news (আজকাল)