• মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে সুপার কাপ ট্রফি তুলে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হল সুপার কাপ। বৃহস্পতিবার সন্ধেয় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ইস্টবেঙ্গল কর্তারা। ছিলেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি। দেওয়া হয় রসগোল্লার হাড়িও। মমতা ব্যানার্জির হাতে ট্রফি তুলে দেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। লাল হলুদ রঙের সুসজ্জিত দুটো রসগোল্লার হাড়ি তুলে দেন ক্লাবের ফুটবল সচিব। ১২ বছর পর ট্রফি জয়ের জন্য ইস্টবেঙ্গল কর্তারা মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একটা সময় আইএসএলে টিকে থাকা দুস্কর হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। কোয়েস সরে যাওয়ার পর কোনও স্পনসর জুটছিল না। মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়ে ইমামিকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত করেন। নবান্নে দুই পক্ষকে ডেকে বৈঠক করান। তারপর সেখানে দাঁড়িয়েই ক্লাবের নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করা হয়। অর্থাৎ, নবান্ন থেকেই ইস্টবেঙ্গল-ইমামির যাত্রা শুরু। প্রথম বছর হাতে সময় না থাকায় ভাল দল গড়া সম্ভব হয়নি। যার ফলে সাফল্যও আসেনি। কিন্তু দ্বিতীয় বছরই ১২ বছরের খরা কাটিয়ে সর্বভারতীয় ট্রফি ঢুকল ক্লাবে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ ইস্টবেঙ্গল কর্তারা। তাঁর হাত ধরেই যে লাল হলুদের এই নতুন যাত্রা শুরু হয়েছিল। 
  • Link to this news (আজকাল)