• ইস্টবেঙ্গলে সিভেরিওর পরিবর্ত কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ট্রান্সফার উইন্ডোতে মরশুমের দ্বিতীয় পর্বের জন্য দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। লিওনেল মেসির এককালীন সতীর্থের পর এবার সিভেরিওর পরিবর্তও চলে এল। কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে সই করাল ইস্টবেঙ্গল। মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি। ডার্বির একদিন আগেই নতুন ফুটবলারের নাম ঘোষণা করা হল। ফেলিসিওর জন্ম জার্মানিতে। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ জার্মানি দলের হয়েও খেলেছেন তিনি। চাইনিজ সুপার লিগের দল কিংদাও হাইনিউ এফসি থেকে ইস্টবেঙ্গলে‌ যোগ দিচ্ছেন তিনি। ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করার বিষয়ে উত্তেজিত কোস্টারিকান।‌ ফেলিসিও বলেন, "ভারতের আইকনিক ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি উত্তেজিত। আমার নতুন দল সদ্য সুপার কাপ জিতেছে। দলকে শুভেচ্ছা জানাতে চাই। আশা করছি সমর্থকদের খুশি করতে পারব। আইএসএলের দ্বিতীয় পর্বে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় বিষয়ে আমি আশাবাদী।" বার্লিনে জন্ম ফেলিসিওর। ২০১১ সালে জার্মান ক্লাব কার্ল জেইস জেনায় পেশাদার ফুটবলে অভিষেক। রাশিয়ার ক্লাবে খেলারও অভিজ্ঞতা রয়েছে। চাইনিজ সুপার লিগে যোগ দেওয়ার আগে পোল্যান্ডের ক্লাবেও খেলেন। সেখানে গত দুই মরশুমে ১৯ গোল করেছেন। ফেলিসিওর বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন কার্লেস কুয়াদ্রাত। 
  • Link to this news (আজকাল)