• সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ, চম্পাইয়ের সমর্থনে বিধায়কদের রোলকল...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত সোরেন গ্রেপ্তার। তার আগেই তিনি ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। সিদ্ধান্ত হয়েছে, তাঁর পরে এই পদে বসবেন চম্পাই সোরেন। কিন্তু আমন্ত্রণ জানাননি রাজ্যপাল। পরিস্থিতি বিচারের জন্য রাজ্যপালকে চিঠিও লিখেছিলেন চম্পাই সোরেন। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজ্যপালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কয়েকঘন্টা কোনও সরকার নেই সে রাজ্যে। জল্পনা চলছিল সে রাজ্যেও বিধায়ক কিনে সরকার গঠন নিয়েও।তারপরেই বিধায়কদের নিয়ে রাজভোবনে ঢুকে পড়েন চম্পাই। ৪৩ জন বিধায়ক তাঁর সমর্থনে রয়েছে, সেই কথা জানান। শুধু তাই নয়, তাঁর সমর্থনে যে ৪৩ জন বিধায়ক রয়েছে, সেই প্রমাণ দিতে রোল কলও হয়। রাজ্যপালকে ওই ভিডিও দেখানো হয়েছে বলে খবর সূত্রের। ওই ভিডিওতে দেখা গিয়েছে বিধায়করা নিজেরাই রোল কল করছেন। বৃহস্পতিবার বিকেলে ফের রাজ্যপালকে সরকার গঠনের জন্য আহ্বান জানান চম্পাই সোরেন। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে জানা গেল, এদিন রাত জেলেই থাকতে হবে হেমন্ত সোরেনকে। রাঁচির বিশেষ আদালত এদিন তাঁর হেফাজত প্রসঙ্গে রায় সংরক্ষিত রেখেছে। নির্দেশ দেওয়া হবে শুক্রবার। ইতিমধ্যে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)