• মঙ্গলবারই রাজধানীতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি: দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের ৬ তারিখে দেশের রাজধানীতে পা রাখবেন তিনি। এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে যোগ দেবেন তিনি। তবে এবারের দিল্লি সফরে বিশেষ কোনও কর্মসূচীর কথা এখনও জানা যায়নি। সূত্রের খবর, শুধুমাত্র এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লি আসছেন তিনি। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠক যোগ দেবেন তিনি।  এক দেশ, এক নির্বাচন নিয়ে ইতিমধ্যেই দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। গত জানুয়ারি মাসেই এই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি তথা এই বিষয়ে তৈরি করা কমিটির প্রধান রামনাথ কোবিন্দকে চিঠি দিয়েছেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভারতের সংবিধানে এক দেশ এক নির্বাচনের উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার কেন এই বিষয়টি চালু করতে চাইছে তা জানতে চান তিনি। এক দেশ এক নির্বাচন নীতি চালু করতে গেলে বেশ কিছু রাজ্যের সরকার ভেঙে দিতে হবে। যেখানে রাজ্যের ভোটাররা একটি সরকারকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছে, সেখানে নির্ধারিত সময়ের আগেই সেই সরকার ভেঙে দিয়ে ভোট করা কতটা যুক্তিযুক্ত হবে, সে প্রশ্ন তুলেছেন তিনি। চিঠি দিয়ে এই বিষয়ে যে আপত্তিগুলি তুলেছেন, সেগুলিই ৭ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে তুলে ধরবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তবে ৭ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন চলবে। ফলে তিনি সেই সময় সাংসদদের সঙ্গে এক প্রস্তুত সংক্ষিপ্ত আলোচনাও করতে পারেন মমতা ব্যানার্জি। কারণ সেদিনই কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
  • Link to this news (আজকাল)