• তিনদশক পর বাজল ঘণ্টা, জ্ঞানবাপীতে প্রতিদিন পাঁচ দফা আরতি
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিনদশক পেরিয়ে জ্ঞানবাপীর ভেতর ঘণ্টা ধ্বনি। প্রত্যহ ৫ দফা আরতি হবে, হবে পুজো। জেলা প্রশাসন এবং পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হয় পুজো। বুধবারই মিলেছিল অনুমতি। তারপরেই শুরু হয় প্রস্তুতি। পাতালঘর ব্যাস কা তেহখানায় শুরু হল পুজো দেওয়া। ইতিমধ্যে সেই পুজোর ছবি, মুহূর্ত এসেছে প্রকাশ্যে। জানা গিয়েছে এবার থেকে প্রত্যহ ৫ দফা আরতি হবে। প্রথম আরতি "মঙ্গলা" শুরু হবে ভোর ৩টায়, "ভোগ" হবে দুপুর ১২টায়, বিকেল ৪টায় "অপরাহ্ন", "সায়াহ্নকাল" সন্ধে ৭টায় এবং "শয়ন" রাত সাড়ে ১০টায়। এখনও পর্যন্ত একটি তহখানাতেই পুজোর অনুমতি মিলেছে। ৬ ফেব্রুয়ারি থেকে সেখানে সাধারণ মানুষ পুজো দিতে পারবেন। জীতেন্দ্র নাথ ব্যাস, উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পুনরায় পুজোর অনুমতি মেলায়, তাঁরা খুশি। উল্লেখ্য, জ্ঞানবাপীর পাতালঘরে মোট ৪টি তেহখানা রয়েছে।
  • Link to this news (আজকাল)