• ছিঁড়ল মুখ্যমন্ত্রীর ছবি-পোস্টার, অভিযোগের তীর কংগ্রেসের দিকে...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বৃহস্পতিবার বহরমপুর শহরে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" প্রবেশ আগেই কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন পোস্টার ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বহরমপুর শহরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহরমপুর শহরকে মুখ্যমন্ত্রীর পোস্টার, ব্যানার এবং হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই দেখা যায় বহরমপুর শহরের গির্জার মোড় এলাকাতে মুখ্যমন্ত্রীর বেশ কিছু পোস্টার এবং হাফ গেট ভেঙে পড়ে রয়েছে এবং মমতা ব্যানার্জির ছবি ছিঁড়েছে দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী পোস্টার ছেঁড়ার দায়ভার সরাসরি কংগ্রেসের উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন, "গতকাল বহরমপুর শহরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে প্রায় ৫০-৬০ হাজার মানুষ এসেছিলেন। তখন কোনও পোস্টার, ফ্লেক্স, ব্যানার নষ্ট হয়নি। কিন্তু রাহুল গান্ধীর যাত্রা বহরমপুর শহরে আসার আগে আজ সকালে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে।" তাঁর বক্তব্য, অধীর চৌধুরীর হাতে নির্বাচনের লড়াই করার মত কোনও ইস্যু নেই। গতকাল বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভাতে মানুষের উপস্থিতি দেখে অধীর চৌধুরী ভয় পেয়ে গেছেন। সেই কারণে তিনি দুষ্কৃতীদেরকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলছেন।" আরও বলেন, বহরমপুর পুরসভা এলাকায় রাহুল গান্ধীর পোস্টার, ফ্লেক্স, ব্যানার লাগানোর জন্য কংগ্রেসের তরফ থেকে প্রশাসনিক কোনও অনুমতি নেওয়া হয়নি এবং পুরসভাকে কোনও ট্যাক্স দেওয়া হয়নি। তবুও আমরা সৌজন্যের খাতিরে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও পোস্টার, ব্যানার নামিয়ে দিইনি। রাহুল গান্ধীর যাত্রাপথ যাতে মসৃন থাকে সেই সহযোগিতাও আমরা করছি। কিন্তু মুখ্যমন্ত্রী পোস্টার ছবি ছিঁড়ে কংগ্রেস যে অসৌজন্যের রাজনীতি করেছে তাতে বহরমপুর শহরের মানুষ ক্ষুব্ধ।"যদিও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
  • Link to this news (আজকাল)