• রাজ্যের বকেয়া থেকে সন্দেশখালি-কাণ্ড, শাহের সঙ্গে বোসের কী কথা হল?
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • শান্তিপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় সরকারকে বকেয়ার দাবিতে সোচ্চার হচ্ছেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাহের সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের। ভিডিও বার্তায় তিনি জানান, 'আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।'

    বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল তাঁকে আশ্বস্ত করেছিলেন, বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। সেই আশ্বাস পেয়ে অভিষেক ধর্না প্রত্যাহার করেছিলেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বকেয়ার প্রসঙ্গ তোলেন সিভি আনন্দ বোস। বৈঠক সেরে তিনি বলেন,'রাজ্যের বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সেই বকেয়া মিটিয়ে দেবে ভারত সরকার। তবে রাজ্য সরকারের কাছে যে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে, তা পাওয়ার পর। বাংলার মানুষের জন্য যা যা করা সম্ভব, তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।' 

    সন্দেশখালি-কাণ্ডে নাম না করেও বার্তা দিয়েছেন রাজ্যপাল। সাফ জানিয়েছেন, দুষ্কৃতীদের কাউকেই ছাড়া হবে না। বোসের কথায়,'ইডিকে তদন্তে বাধা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়েছে ইডি। কঠোর পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের পথে চলবে। গত কয়েকদিনে যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জারি থাকবে।'
  • Link to this news (আজ তক)