• ঝাড়খণ্ডে রাজনৈতিক সসপেন্সের অবসান, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন চম্পাই সোরেন
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • Champai Soren Oath: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়া চম্পাই সোরেন শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বৃহস্পতিবার রাতে তিনি রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন। এর পরে একটি ছবিও সামনে আসে যাতে তাঁকে রাজ্যপালের সঙ্গে দেখা যায়। এর মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায়,  শুক্রবারই শপথ নেবেন চম্পাই সোরেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কতজন শপথ নেবেন তা এখনও জানা যায়নি।

    কংগ্রেস বিধায়ক আলমগীর আলম আজতকের সঙ্গে  কথা বলার সময় নিশ্চিত করেছেন যে তিনি শুক্রবারই শপথ নেবেন। আলমগীর আলম বলেন, এখনই আমরা সবাই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেব শপথ অনুষ্ঠান কখন হবে।

    এর আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিধায়ক দলের নেতা চম্পাই সোরেন বৃহস্পতিবার সন্ধ্যায়  রাজ্যপালের সঙ্গে  দেখা করেনএবং ৪৩ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করেন। যদিও তাকে সেইসময়ে রাজ্যপালের তরফে শপথ নিয়ে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছিল, শীঘ্রই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এদিকে, দলের পক্ষ থেকে ৪৩ জন বিধায়কের একটি ভিডিও প্রকাশ করা। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর চম্পাই সোরেন বলেন, প্রায় ২২ ঘণ্টা অতিবাহিত হলেও নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল কিছু বলেননি।

    রাজ্যপাল বলেছেন যে সরকার গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে - চম্পাই সোরেন
    ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করার পর, জেএমএম বিধানসভা দলের নেতা চম্পাই সোরেন বলেন, 'আমরা দাবি করেছি যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি (গভর্নর) বলেছেন যে প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হবে..."

    এর আগে, ঝাড়খণ্ডে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে, চম্পাই সোরেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে  দেখা করতে রাজভবনে গিয়েছিলেন। সোরেনের সঙ্গে ছিলেন কংগ্রেস বিধায়ক দলের নেতা আলমগীর আলম, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক সত্যানন্দ ভোক্তা, সিপিআই (এমএল) বিধায়ক বিনোদ সিং এবং বিধায়ক প্রদীপ যাদব।

    রাজভবনে প্রবেশের আগে সোরেন  বলেছিলেন, "আমরা রাজ্যপালকে যত তাড়াতাড়ি সম্ভব সরকার গঠনের জন্য আমাদের দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করব।" রাজ্যপাল রাজ্যের জেএমএম-নেতৃত্বাধীন জোটকে বিকেল ৫.৩০ টায় বৈঠকের জন্য সময় দিয়েছিলেন। হেমন্ত সোরেনকে বুধবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে  মানি লন্ডারিং মামলায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে। এর আগে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর চম্পাই সোরেন জেএমএম বিধানসভা দলের নেতা নির্বাচিত হন।

    বিধায়করা হায়দরাবাদে যাচ্ছিলেন
    মহাজোটের বিধায়কদের  বিমানে করে   হায়দরাবাদে পাঠানো হচ্ছিল। ৩৮ জন বিধায়ককে বাসে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিধায়কদের দল ভাঙা থেকে বাঁচাতে এই আয়োজন করা  হচ্ছিল। রাঁচি বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁদের। যদিও খারাপ আবহাওয়ার কারণে বিমানযাত্রা বাতিল হয় শেষমুহূর্তে।
     
  • Link to this news (আজ তক)