• নোবেলজয়ী মহম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের দুর্নীতি বিরোধী কমিশন (‌এসিসি)‌ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে সংস্থার কর্মীদের জন্য বরাদ্দ ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করল। ঢাকা মেট্রোপলিটন দায়রা আদালতে বৃহস্পতিবার এই চার্জশিট দাখিল করে এসিসি। প্রসঙ্গত, গত বছর ৩০ মে এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল। মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের মে মাসে ড. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের বোর্ড মিটিংয়ে ঢাকা ব্যাঙ্ক লিমিটেডের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ, সিদ্ধান্ত গ্রহণের আগেই ওই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তাতে ২৬ কোটি টাকারও বেশি স্থানান্তরিত করা হয়। কোম্পানির লভ্যাংশ থেকে শ্রমিকদের মধ্যে বণ্টনের জন্য ওই তহবিল গড়ে তোলা হয়েছিল। যা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
  • Link to this news (আজকাল)