• এখনও গঠন হয়নি সরকার, বিধায়কদের নিয়ে কী পরিকল্পনা সোরেনের? ...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু ঝাড়খণ্ড নিয়ে এখনও বজায় চিন্তা, জল্পনা। বৃহস্পতিবার বিকেলে ভাবী মুখ্যমন্ত্রী নিজে রাজভবনে গিয়ে সরকার গঠনের জন্য রাজ্যপালকে আহ্বান জানালেও, এখনও তাঁর দিক থেকে কোনও সদুত্তর আসেনি। এই পরিস্থিতিতে জল্পনা বাড়ছিল বিধায়ক ভাঙিয়ে "অপারেশন লোটাস"-এর। বৃহস্পতিবার জেএমএম সহ ঝাড়খণ্ড শাসক জোটের বিধায়কদের তড়িঘড়ি অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক ছিল কংগ্রেস শাসিত রাজ্যে পাঠানো হবে তাঁদের। তবে তাতেও ঘটে গিয়েছে বিপত্তি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিপত্তি ঘটিয়েছে আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে বিধায়কদের হায়দরাবাদ পাঠানোর পরিকল্পনা থাকলেও, বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে উড়ল না বিমান। বিধায়কদের আপাতত রাঁচিতেই থাকতে হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলের কিছু পরেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে বিধায়কদের রোল কলের ভিডিও নিয়ে রাজ্য ভবনে হাজির হয়েছিলেন চম্পাই সোরেন। তাতেও কোনও ফল না হওয়ায়, বিধায়কদের নিয়ে তিনি সোজা পৌঁছে যান বিমান বন্দরে। অন্যদিকে নিজের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানা গিয়েছে, শুক্রবার তাঁর মামলার শুনানি হবে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে।
  • Link to this news (আজকাল)