• কাল শুরু মাধ্যমিক পরীক্ষা
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২ থেকে ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলছে প্রায় ৯ লক্ষ পড়ুয়া। গত কয়েকদিন ধরেই তারা পাতা ওল্টাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি জন্য। এবছর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। আগেই জনানো হয়েছে সেসব। এবার প্রশ্নপত্রের প্রতি পাতায় থাকবে বিশেষ কোড। বদল হয়েছে পরীক্ষার সুচিও। দিন কয়েক আগেই জানানো হয়েছে, ১১টা ৪৫ এর পরিবর্তে এবার থেকে পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার সময় অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। পরীক্ষার কয়েকদিন সকাল ৫-১০ এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় বেশি পরিমাণ বাস চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সকল ডিপো ম্যানেজারদের। পরীক্ষার জন্য নির্ধারিত বাসগুলির সামনে ‘‌এক্সামিনেশন স্পেশাল’‌ বোর্ড ঝোলানো এবং ফেয়ার চার্ট অনুসারে ভাড়া নেওয়ার কথা ওই নির্দেশিকায় জানানো হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষার্থীরা যাতে স্পেশাল বাসে উঠতে পারে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশিকায়।
  • Link to this news (আজকাল)