• 'হাইকোর্টে যান,' ED-গ্রেফতারি নিয়ে হেমন্তের আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৪
  • সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি-র হাতে গ্রেফতারির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও শীর্ষ আদালত এই আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে। বিচারপতি সঞ্জীব খান্না, এম এম সুন্দ্রেশ এবং বেলা এম ত্রিবেদীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে যেতে বলেছে। হাইকোর্টে আগেই কেন আবেদন করা হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 'আদালত সবার জন্য। হাইকোর্ট হল সাংবিধানিক আদালত। আমরা যদি একজনকে অনুমতি দিই, তাহলে আমাদের সবাইকে অনুমতি দিতে হবে।'

    হেমন্ত সোরেন তদন্ত সংস্থার জারি করা সমন বাতিল করতে এবং গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুনানির সময় তাঁর আইনজীবী কবিল সিবাল বলেন, 'সুপ্রিম কোর্টের বিচক্ষণ ক্ষমতা রয়েছে। এটি এমন একটি ক্ষেত্রে যেখানে সেই বিচক্ষণতা প্রয়োগ করতে হবে।' জবাবে বিচারপতি খান্না বলেন, 'এটা স্পষ্ট যে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আপনি সংশোধন চাইছেন। তাই হাইকোর্টে যান।'

    বুধবার জমি জালিয়াতির মামলায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পরে ইডি গ্রেফতার করেছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে হেমন্ত সোরেন জেএমএম নেতা চম্পাই সোরেনকে মনোনীত করেছিলেন, যিনি জেএমএম-র পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। চম্পাই সোরেনকে তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১০দিন সময় দেওয়া হয়েছে।
  • Link to this news (আজ তক)