খারাপ আবহাওয়া আর ঘন কুয়াশাই প্রথম হার্ডল পরীক্ষার্থীদের কাছে...
২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, শুক্রবারই শুরু মাধ্যমিক পরীক্ষা। এদিকে আবহাওয়ার কারণে সকাল থেকেই কোথাও কুয়াশা, কোথাও বৃষ্টি। রাজ্য জুড়ে এ নিয়ে সমস্ত পরীক্ষার্থীর অসুবিধা হয়।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার সমস্ত পরীক্ষাকেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়। কোথাও পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিসকর্মীরা, আবার কোথাও জলের বোতল গোলাপ ফুল আর পেন দিয়ে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-যুবরা। ভিরিঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থী প্রিয়াশা ব্যানার্জি বলেন, 'জীবনের প্রথম বড় পরীক্ষা, ভয় একটু লাগছে। পরীক্ষার সময়টা দু'ঘণ্টা এগিয়ে এসেছে। এদিকে, আজ সকাল থেকেই ঘন কুয়াশা। এর জন্য পরীক্ষাকেন্দ্রে আসতে সমস্যা হয়েছে।' কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে পরীক্ষা দিতে এসে আরেক পরীক্ষার্থী সাগর ব্যানার্জি বলে, 'পরীক্ষা ভালই হবে। পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থাও খুব ভালো। পুলিসের শুভেচ্ছাবার্তায় বেড়েছে উৎসাহ।' অভিভাবকদেরও বক্তব্য, কুয়াশার কারণে যাতায়াতে একটু অসুবিধা। সকাল নটা বেজে গেলেও কুয়াশার দাপট কমে নি।'নদীয়াতেও ছবিটা এক। পরীক্ষার্থীরা বলছে, আজ বাংলা পরীক্ষা ভালোই হবে আশা করছে তারা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বৃষ্টিভেজা সকাল, রোদ ওঠেনি, ঠান্ডাও পড়েছে, সঙ্গে কুয়াশা। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সকাল ৯টা ৪৫ মিনিটেই। তবে তার আগেই পরীক্ষার্থীদের লাইন করে সেন্টারে ঢোকানো হয়েছিল।কুয়াশার দাপট আসানসোলেও। শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আসানসোল শিল্পাঞ্চল। কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমান্যতা কমে যায়। এর ফলে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে আলো জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করে। পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী ২৮ হাজারের কিছু বেশি। সকাল থেকেই আসানসোলের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে শুরু করে পরীক্ষার্থীরা। খারাপ আবহাওয়ার জন্য পরীক্ষাকেন্দ্রে আসতে খুবই সমস্যা হয়েছে পরীক্ষার্থীদের নিয়ে আসা গাড়িচালকদেরও।