wonder kid: এ এক অবাক প্রতিভা! দুরন্ত পারদর্শিতায় অসামান্য কৃতিত্ব মুঠোয়, শ্রেষ্ঠত্বের অনন্য নজির খুদে কন্যার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ ফেব্রুয়ারি ২০২৪
wonder kid:
এযেন এক অসাধ্য সাধন! একরত্তি বয়সেই এই অবাক-কন্যে যে কীর্তি গড়ে ফেলেছে তার নজির বেশ বিরল। অবিস্মরণীয় পারদর্শীতায় তাকলাগানো সাফল্য মুঠোয় পুরে ফেলেছে ছোট্ট আরাধ্যা। তার এই অভাবনীয় সাফল্যে পরিবারের সদস্যরা তো বটেই, আনন্দে মশগুল প্রতিবেশীরাও। দুধের শিশুকে দেখতে এ ক’দিন ঢল নামছে কোলাঘাটের গ্রামের পণ্ডিত বাড়িতে।